ক্যান্টনমেন্ট বোর্ড
রংপুর সেনানিবাস।
দি ক্যান্টনমেন্ট এ্যাক্ট-১৯২৪ (এ্যাক্ট নং রর অব ১৯২৪) এর বিধান অনুযায়ী রংপুর সেনানিবাস স্থাপিত হওয়ার পর রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড ১৪/৭/১৯৭৮ তারিখে ঘোষণা করা হয় । ক্যান্টনমেন্ট বোর্ড একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসাবে সেনানিবাস এলাকায় পৌর সুবিধা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করে থাকে । রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড ঘোষিত হওয়ার পর সেনানিবাসের জন নিরাপত্তা, স্বাস্থ্য, জনশিক্ষা, পূর্ত ও জন উন্নয়নসহ ক্যান্টনমেন্ট এ্যাক্ট অনুযায়ী যাবতীয় কার্যাবলী পালন করে থাকে । প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১২/১২/১৯৭৪ খ্রিঃ তারিখের ০১/৯৪/৭৩/ডি-৯/৪৩৯৬ নং প্রজ্ঞাপনে চ্যপ্টার্ড এলাকাসহ রংপুর সেনানিবাস এলাকা ঘোষণা করা হয়- যা বাংলাদেশ গেজেট ২৬/১২/১৯৭৪ তারিখে প্রকাশিত হয় । অপরদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ১১/১০/১৯৮২ তারিখের পত্র নং ৩৫৫-১/৮২/এস ওওও/৩-সি/৮২ নং এস.আর.ও মারফত রংপুর পৌরসভার বর্দ্ধিত এলাকা হিসাবে ঘোষণার ফলে রংপুর সেনানিবাসের চ্যাপ্টার্ড এলাকা নিয়ে জটিলতা রয়ে গেছে ।
গত ০৭/০৫/১৯৯৪ তারিখে বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, খোলাহাটি, পার্বতীপুর, দিনাজপুর প্রতিষ্ঠা করা হয় কিন্তু এখন পর্যন্ত সেখানে ক্যান্টনমেন্ট বোর্ড স্থাপিত না হওয়ায় রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড থেকেই বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে বোর্ডের যাবতীয় কার্য্যাবলী সম্পাদন করা হচ্ছে । প্রতিরক্ষা মন্ত্রনালয়ের ০৮/০৫/১৯৭৯ খ্রিঃ তারিখের এসআও নং-১২৪/৭৯/আই সিস ৭/৭৯/ডি-৯/নং বিজ্ঞপ্তি বলে ক্যান্টনমেন্ট বোর্ড, রংপুর ক্যান্টনমেন্ট গঠন করা হয়েছে। সেনানিবাস আইনের ১৩ ধারার এ (৩) ও (৫) উপধারা অনুযায়ী রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত হচ্ছে ।