| (১) জন্ম ও মৃত্যু নিবন্ধনঃ |
| ক্যান্টনমেন্ট বোর্ড এবং অত্র সেনানিবাসের বসবাসরত সামরিক/বেসামরিক ব্যক্তিবর্গের জন্ম ও মৃত্যু নিবন্ধন করা হয়ে থাকে । |
| (২) শিক্ষাদান ( ০৩টি বিদ্যালয়)ঃরংপুর ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত ০৩টি বিদ্যালয় (বীর উত্তম শহীদ সামাদ উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর সেনানিবাস, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস) সেনানিবাসে কর্মরত সামরিক/বেসামরিক কর্মকর্তা, কর্মচারীগণের সন্তান ও অত্র সেনানিবাসের চ্যাপ্টার্ড এলাকাসহ সেনানিবাসে বসবাসরত সামরিক/বেসামরিক জনসাধারনের সন্তানদের শিক্ষা দান করা হয়। |
| (৩) জনস্বাস্থ্য ও নিরাপত্তাঃ |
| রংপুর সেনানিবাসের অধিবাসীদের স্বাস্থ্য ও জন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ক্যান্টনমেন্ট বোর্ড নিম্নোক্ত সুবিধাদি প্রদান করে থাকেঃ |
| (৪) নিরাপত্তা বাতিঃ বোর্ড সেনানিবাসের প্রধান সড়কসমূহ ইউনিট এলাকা ব্যতীত অন্যান্য রাসত্মা, অফিসার্স, জেসিও এবং অন্যান্য আবাসিক এলাকায় নিরাপত্তা বাতি স্থাপন ও রক্ষণাবেক্ষনের দায়িত্ব পালন করে থাকে । |
| (৫)হিংস্র প্রাণী নিধনঃ |
| সেনানিবাস এলাকায় প্রায়শই বেওয়ারিশ কুকুর অনুপ্রবেশ করে থাকে । এ সমসত্ম কুকুর হতে অনেক রোগ জীবানু বিস্তার লাভ করে । তাই সামাজিক স্বার্থে এ সমসত্ম হিংস্র কুকুর নিধন করা আবশ্যক । কুকুর নিধনের জন্য বোর্ডের ০২ (দুই) জন কুকুর নিধনকারী কর্মচারী আছে । উক্ত ০২ (দুই) জন কুকুর নিধনকারী দ্বারা রংপুর ও বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের অভ্যমত্মরে এছাড়াও মিলিটারী ফার্ম, লালমনিরহাট ও রংপুর ক্যাডেট কলেজের অভ্যন্তরে প্রবেশকারী বেওয়ারিশ কুকুর নিধন কার্যক্রম যথারীতি পরিচালনা করা হচ্ছে ।
|
| (৬)কঞ্জারভেন্সী কাজ ঃ |
| স্টেশন সদর দপ্তর হতে অনুদানের ভিত্তিতে বিভিন্ন ইউনিট এলাকা, আবাসিক এলাকা ও অফিস সমূহে সংরক্ষিত বিভিন্ন ময়লা ডাস্টবিন হতে অপসারণসহ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হয়। প্রয়োজনীয় লোকবল ও কার্য পরিধি স্টেশন সদর দপ্তর হতে প্রাপ্ত অর্থের উপর নির্ভরশীল । ডাস্টবিনের সংখ্যা ১২০ টি ও বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে ২৪ টি ডাস্টবিন আছে । |
| (৭) ডিসপেনসারী ঃ |
| ক্যান্টনমেন্ট বোর্ড ও উহার নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা/কর্মচারী/শিক্ষক/শিক্ষিকা এবং তাদের পরিবারবর্গের চিকিৎসা সুবিধা প্রদানে উদ্দেশ্যে একজন পার্ট টাইম এমবিবিএস ডাক্তার সপ্তাহে ০৩ (তিন) দিন কাজ করছেন। তাছাড়াও প্রতিদিন তার নিজস্ব চেম্বারে নিয়মিত কর্মকর্তা/কর্মচারী/শিক্ষক/শিক্ষিকা এবং তাদের পরিবারবর্গের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন । |
| (৮) শিশুপার্কঃ (০৮ টি) |
| |||
| (ক) | রংপুর সেনানিবাসঃ | ০৫ (পাঁচ) টি |
|
|
| (খ) | বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস | ০৩ (তিন) টি |
|
|
| উক্ত শিশুপার্ক গুলিতে সেনাবাহিনীর অফিসার/সৈনিকগণের সন্তানেরা খেলাধুলার মাধ্যমে বিনোদন করে থাকে। শিশুপার্কগুলি ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক রক্ষণাবেক্ষন করা হয় । |
| (৯) ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটঃ |
| অত্র বোর্ডের নিয়ন্ত্রণাধীনে রংপুর সেনানিবাসে ক্যান্টঃ বোর্ডের একটি বাজার আছে। উক্ত বাজারে সেনানিবাসের সামরিক বেসামরিক কর্মকর্তা/কর্মচারীগণ তাদের চাহিদা অনুযায়ী কেনাকাটা করে থাকেন। উক্ত বাজারে ১৩৮ টি বিভিন্ন পন্যের দোকান, কাঁচা বাজার শেডে ২৮ টি দোকান ও ১ টি দৈনিক কাঁচা বাজার আছে । বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে ১০ (দশ) টি পাঁকা দোকান ও ০১ (এক) টি কাঁচা বাজার শেড আছে। |
|
|
| (১০) গবাদি পশুর খোঁয়াড়ঃ |
| গবাদি পশু পালন নিয়ন্ত্রনের লক্ষ্যে ক্যান্টঃ বোর্ড কর্তৃক রংপুর সেনানিবাস এলাকায় ০১ (এক) টি ও বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে ০১ (এক) টি খোঁয়াড় পরিচালনা করা হচ্ছে । |
|
|
| (১১) নার্সারীঃ ০১ টি |
| অত্র বোর্ড কর্তৃক ০১ টি মিনি নার্সারী পরিচালনা করা হয় । বৃক্ষরোপন অভিযান সফল, সেনানিবাস এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও বোর্ডের আয় বৃদ্ধির লক্ষ্যে সীমিত আকারে কিছু ফল ও ফুলের চারা উৎপাদন করা হয়। যা বোর্ড অফিসসহ সেনানিবাসের বিভিন্ন ইউনিট/এলাকার চাহিদা মোতাবেক সরবরাহ করা হয়। |
|
|
| (১২) ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদঃ |
| ক্যান্টনমেন্ট বোর্ড বাজারের দোকানদার, ক্রেতা সাধারণ, সামরিক-বেসামরিক জনসাধারণের দৈনন্দিন ও জুম্মার নামাজ আদায়ে সুবিধার্থে ক্যান্টঃ বোর্ড বাজার সংলগ্ন ১৫০০ জন মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন ১ টি জামে মসজিদ পরিচালনা করা হচ্ছে । |
| (১৩) কবরস্থানঃ ০১ টি |
| অত্র বোর্ডের নিয়ন্ত্রণাধীন ১ টি কবরস্থান রয়েছে। সেনানিবাসের সামরিক বেসামরিক ব্যক্তির বা তাদের পরিবার-পরিজনের, সমত্মানাদির মৃত্যু হলে উক্ত কবস্থানে সমাহিত করা হয় । |
| (১৪) সাইন বোর্ড নির্দেশনাঃ |
| অত্র বোর্ড কর্তৃক রোড, ট্রাফিক নিয়ন্ত্রনে সাইন ও সড়ক নির্দেশিকা স্থাপন ও রক্ষণাবেক্ষন করা হয়ে থাকে। প্রতি বছরে উক্ত সড়ক নির্দেশনা সাইন বোর্ড সমূহ রংকরণসহ নতুনভাবে লেখা হয়ে থাকে । |
| (১৫) সাইকেল গ্যারেজঃ ০১ টি |
| অত্র বোর্ড পরিচালিত ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেট এ আগত সামরিক বেসামরিক ক্রেতা সাধারণের সাইকেলের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে একটি সাইকেল গ্যারেজ পরিচালনা করা হচ্ছে । |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS